দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প

21

কয়রা(খুলনা)‎প্রতিনিধি:‎খুলনার কয়রায় প্রান্তিক পর্যায়ের মানুষের চোখের রোগ নির্নয় ও চিকিৎসা সেবা নিশ্চিতে করতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার এস. ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফোকাস এইড সংস্থার উদ্যোগে ও গ্রামীন চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন এস.ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান ও নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃশিক্ষক জি.এম বাবুল আক্তার।

‎দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্থান থেকে চক্ষু ৫,শতাধিক রোগীরা সেবার জন্য আসেন।

সেবা নিতে আসা ৭০ উর্ধ্বো বয়স্ক চক্ষুরোগী কায়সার আলী বলেন, দীর্ঘদিন ধরে চোখ দিয়ে পানি পড়ে, ঝাপসা দেখি কিন্তু খুলনায় নিয়ে যাওয়ার মত কেউ নেই আজকে এখানে বড় ডাক্তার আসবে শুনে আসছিলাম বাড়িয়ালাকে (স্ত্রী) নিয়ে। ডাঃ দেখে বলেছে ছানি অপারেশন করা লাগবে, তারপর এখান থেকে কোন টাকা পয়সা ছাড়া অপারেশন করাই দিবে, গরম তাই এখন গাছতলায় বসে অপেক্ষা করছি গাড়ি আসলে এখানে যারা বসে আছে সবাইকে নিয়ে যাবে আবার অপারেশন শেষে একমাসের ওষাধ দিয়ে এই জায়গায় নামিয়ে দিবে। আমার স্ত্রীকে তারা পরিক্ষা নিরীক্ষা করে ড্রপ ও চশমা দিয়ে দিছে কোন টাকা পয়সা নেইনি।

‎ক্যাম্পের আয়োজক ফোকাস এইডের সভাপতি রাসেল আহাম্মেদ জানান, পাশ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে কোন ব্যবস্থা না থাকায় এখান থেকে ১২০ কি.মি দূরের জেলা শহরের চক্ষু হাসপাতালে যেয়ে চক্ষু সেবা নিতে হয়। ওখানে যেয়ে হতদরিদ্র, অসহায় ও দুস্থরা চিকিৎসা নিতে সক্ষম হননা। এখানে যে প্রায় পাঁচশত রোগী এসেছে তারা অনেকটা নিরুপায় হয়ে এই ক্যাম্পে এসেছে। আমারা চেষ্টা করছি প্রতান্ত অঞ্চলের এই সকল চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনতে।

ক্যাম্পে গ্রামীন চক্ষু হাসপাতালের ডাঃ সোহানুর রহমান, আরাফাত হোসেন সহ নয় সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম প্রায় ৫,শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। এসময় যাচাইবাছাই করে ৪২ জন রোগীকে লেন্স ছানি ও নালী অপারেশনের জন্য সাতক্ষীরা পাঠানো হয়।

‎এসময় চক্ষু শিবির ক্যাম্পে উপস্থিত ছিলেন, ফোকাস এইড এর সাধারণ সম্পাদক এস.এম মনিরুল ইসলাম, নিরাপদ মুন্ডা, মোহিদ হাসান, মোঃ হাফিজ, মোছাঃ রুকাইয়া খাতুন, ফাতেমা জিন্নাত প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.