দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

25

মান সম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, ইউআরসি জিএম লোকমান হোসেন, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ম্মৃরিনময় কুমার মন্ডল, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, সহকারি শিক্ষক এস এম সিরাজুল ইসলাম, লিপিকা মন্ডল প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা,সুন্দর হাতের লেখা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.