কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিন ব্যাপী জলবায়ু অভিযোজন মেলা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্প এই মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করেন ইয়ুথ নেট গ্লোবাল সংগঠন। সকাল ১০ টায় এ মেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মোঃ জাহিদুল হাসান, সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, বাশারুল ইসলাম, কুদরাত উল্যাহ ফারুক বিজু,কমিউনিটি অর্গানাইজার শামিমা আক্তার, রেহেনা পারভীন, লাবনী আক্তার, মনিরা পারভীন, কারিতাসের মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার, ইয়ুথ নেট গ্লোবাল সংগঠনের টিম লিডার, রাসেল রানা, আব্দুল আলিম প্রমুখ।
মেলায় ৭ টি স্টলে জলবায়ু সহনশীল কৃষি পন্য সহ আধুনিক প্রযুক্তি কৃষি কাজে ব্যবহৃত জিনিষ পত্র প্রদর্শন করা হয়। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত রোজেনা টি ও বিটরুট পাউডার দর্শনার্থীদের মুগ্ধ করে।
প্রত্যন্ত এই জনপদে এ ধরনের একটি ব্যাতিক্রম মেলার আয়োজন করায় মেলার মাঠে লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।