কয়রায় কৃষি প্রনোদনা কর্মসূচীর আওয়তায় ক্ষুদ্র ও প্রান্তিক- ২৪ শ কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ-ও রাসনিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে এ বীজ- সার বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার ৭ টি ইউনিয়নের কৃষকদের মাঝে ২১ শ ৫০ টি নারকেলের চারা বিতরন করা হয়েছে।
গাছের চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার,সহাকরী কৃষি অফিসার সুব্রত কুমার মন্ডল, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতব সরকার, সাধক ঢালী, মাহমুদুল হাসান, নাইমুর রহমান, আল মাহফুজ, মিরাজ হোসেন,প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন,এই সহায়তা কৃষকদের উৎপাদন বাড়াতে এবং কৃষিতে টেকসইতা আনতে সহায়ক হবে। সরকারের এই উদ্যোগ কৃষিবান্ধব ও সময়োপযোগী।