দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় কয়রায় শিশু সুরক্ষা কমিটির ত্রৈ-মাসিক সমন্বয় সভা

81

কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈমাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। সিএসও কমিটির সভাপতি অধ্যাপক আ, ব, ম, আবদুল মালেকের সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য এ্যাডঃ আনিছুর রহমান,বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, সাংবাদিক ফরহাদ হোসেন, সিএসও কমিটির সদস্য আশিকুজ্জামান, সাধনা মুন্ডা, মুর্শিদা খাতুন, কোমলেশ মন্ডল, অভিজিৎ মহলদার প্রমুখ। সভায় কয়রা উপজেলায় প্লাষ্টিক সামগ্রী বন্ধ, পরিবেশ সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ,যৌন হয়রানী প্রতিরোধ, শিশু শ্রম ও পাচাররোধে করনীয় বিষয় সহ যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনার পাশপাশি সেভগার্ডিং উপর আলোচনা সহ প্রকেল্পর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.