দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় অবৈধ দখলদারের কবল থেকে মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল

85

খুলনার কয়রায় ১০ বছর পর অবৈধ দখলদারের কবল থেকে মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল ইসলাম। জানা গেছে, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোড়লের ছেলে শফিকুল ইসলামের জমিতে লিখিত এওয়াজ মুলে বিগত ১০ বছর মৎস্য ঘের করতেন একই গ্রামের সুবোধ চন্দ্র সানার ছেলে প্রকাশ চন্দ্র সানা। দির্ঘদিন এওয়াজ মুলে ঘের করার পর ২০১৫ সালে এওয়াজ না মেনে প্রকাশ চন্দ্র সানা ফ্যাসিস্টদের দোসর আ’লীগের ক্ষমতার দাপট দেখিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের দিয়ে শফিকুল ইসলামের মৎস্য ঘের মাছ সহ দখল করে নেয়। আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভিক রাখকে বিষয়টি নিয়ে দুপক্ষকে নিয়ে থানায় বসাবসি হয়। এবং সিদ্ধান্ত হয় যার জমি যেখানে সেখানে তিনি ভোগ দখল করবে। এ ব্যাপারে প্রকাশ চন্দ্র সানা বলেন, এওয়াজ মুলে মৎস্য ঘের ছিলো সত্য কিন্তু, এওয়াজের যে জমি তার দাগ খতিয়ান ভিন্ন। শফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার মৎস্য ঘের স্থানীয় প্রকাশ চন্দ্র সানা মাছ সহ ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাদের দিয়ে দখল করে নেয়। আল্লাহতালার অশেষ রহমতে আমি আমার মৎস্য ফিরে পেয়েছি।

 

Leave A Reply

Your email address will not be published.