ওলামা মাশায়েখদের সাথে কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ করা হলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে – মহানগরী আমীর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিশপুর থানার উদ্যোগে ওলামা মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা – ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা মহানগরী আমীর জননেতা জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান অতিথি বলেন, ইমাম, খতীব, ওলামা মাশায়েখগন সমাজ পরিগঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। আগামীতে বাংলাদেশকে একটি ইসলামি কল্যানমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রধান অতিথি তার বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, আর কেউ ইমামদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে আসলে সেই চোখ উপড়ে ফেলা হবে, কোন হাত মারতে আসলে সেই হাত ভেঙে ফেলা হবে। ইমামদের যে কোন কোন সমস্যায় আমরা ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
গতকাল বেলা আড়াই টায় খালিশপুর থানার ঐতিহ্যবাহী খুলনা নেছারিয়া মাদ্রাসায় ওলামা মাশায়েখদের সম্মানে এ ইফতার মাহফিল মাওলানা ইমরান হুসাইন তুহিনের সঞ্চালনায় মাওলানা আব্দুল গফ্ফার যশোরীর দারসুল কুরআন দিয়ে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগরী কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, খুলনা জেলা ইমাম পরিষদ খালিশপুর থানা সভাপতি মাওলানা আনোয়ারুল আজিম, জামায়াতের খালিশপুর থানা আমীর জনাব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, থানা সেক্রেটারি মু. আব্দুল আউয়াল, থানা সহ: সেক্রেটারিদ্বয় যথাক্রমে মাওলানা আব্দুর রহিম ও মাওলানা আব্দুল জলিল, থানা ওলামা সেক্রেটারি মাওলানা শাহজাহান আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইমাম পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামি দলের প্রতিনিধিবৃন্দ, থানা কর্মপরিষদ সদস্য বৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ এবং খালিশপুর থানার বিভিন্ন মসজিদের ইমাম – খতীবসহ প্রমুখ।