দৈনিক খুলনা
The news is by your side.

এসএসসি সমমান: মোরেলগঞ্জে তিনটি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

363

মোরেলগঞ্জ প্রতিনিধি:২০২৫ সালের এসএসসি সমমান পরীক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জের তিনটি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। প্রতিষ্ঠান ৩টি হচ্ছে কদমরসুলের পাড় দাখিল মাদরাসা। মাদরাসাটি থেকে ১৪ জন পরীক্ষা দিয়ে সকলেই ফেল করেছেন। বাগেজান্নাত দাখিল মাদরাসা। এখান থেকে ২ জন পরীক্ষা দিয়ে ছিলেন। এ ছাড়াও শতভাগ ফেলের তালিকায় রয়েছে নেহালখালী নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন মাত্র ১ জন। ফেলও ১। বৃহস্পতিবার এসএসসি সমমান পরীক্ষার ফলাফর প্রকাশের পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

সূত্রমতে, গোটা মোরেলগঞ্জ উপজেলায় ৬১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় ২ হাজার ৫৭৩ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৩জন। ৬০টি মাদরাসা থেকে পরীক্ষা দিয়েছিলেন ১ হাজার ৯২৬ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছেন ৬৯০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।

Leave A Reply

Your email address will not be published.