এল ক্লাসিকোয় আবারও ছন্দ দেখালো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে হারালো ৪-৩ গোলে। এই জয়ে বার্সেলোনার শিরোপা জয়ের পথ আরও মসৃণ হলো।
ঘরের মাঠে একচেটিয়া দাপট দেখিয়ে ম্যাচ জিতে নিলো বার্সেলোনা। ম্যাচজুড়ে ৬৩ শতাংশ বল দখলে রেখে ২৩টি শটের ৯টি লক্ষ্যে রাখে ব্লাউগ্রানারা। বিপরীতে ৩৭ শতাংশ বল দখলে রেখে ৯টি শটের ৫টি লক্ষ্যে রাখে রিয়াল।
ম্যাচ হারলেও শুরুটা অবশ্য ভালো করেছিল রিয়াল মাদ্রিদ। ৫ ও ১৪ মিনিটে জোড়া গোলে লস ব্লাঙ্কোদের এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ১৯ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সেলোনা। ৩২ মিনিটে সমতা টানেন লামিনে ইয়ামাল। আর ৩৪ ও ৪৫ মিনিটে রাফিনহার জোড়া গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
৭০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন ৪-৩ করেন রিয়ালের কিলিয়ান এমবাপ্পে। শেষ মুহূর্তে বার্সেলোনার হয়ে একটি গোল করেন ফারমিন লোপেজ। তবে সেটি বাতিল হয় ভিএআর দেখে।
৩৫ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট বার্সেলোনার। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। মৌসুমে দুই দলেরই বাকি ৩টি করে ম্যাচ।