মেগা নিলামে দল না পেলেও আইপিএলের মাঝপথে দল পেলেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে এবার এনওসির (অনাপত্তিপত্র) জন্য আবেদন করেছেন মোস্তাফিজ।
ভারত-পাকিস্তান সংঘাতেই মূলত কপাল খুলেছে মোস্তাফিজুর রহমানের। যুদ্ধবিরতিতে স্থগিত হওয়া আইপিএলে ফিরবেন না দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এতে মোস্তাফিজকে ডেকেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। স্কোয়াডে রয়েছেন মোস্তাফিজুর রহমানও। গতকাল বিসিবি জানিয়েছে, মোস্তাফিজের বিষয়ে কিছু জানা নেই। তিনিও আবেদন করেননি এনওসি নিয়ে। তবে আজ জানা গেছে, অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন মোস্তাফিজ।
অনাপত্তিপত্র পেলে আরব আমিরাত থেকে ভারতে চলে যাবেন মোস্তাফিজ সিরিজ শেষে। আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।