ফুলবাড়ীগেট আই.জে.এ.বি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার যুব সম্মেলন ও ইফতার মাহফিল ২৩শে রমজান রোজ সোমবার থানা আহ্বায়ক মুহা. নাজিম হাওলাদার নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।থানা সদস্য সচিব মাহাতাব ইবনে রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলন নগর সাঃ সম্পাদক মোঃ আব্দুস সবুর রাব্বি,ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম,সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া,মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেসিসি ২ নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মোঃ আমির হোসেন,শ্রমিক নেতা মোঃ ওহিদুল ফকির, ছাত্র নেতা মোঃ নাঈম হোসেন, মোঃ ইউসুফ, সাবেক যুব নেতা মোঃ নূরে আলম জুয়েল।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবগঠিত থানা কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি মোঃ নাজিম হাওলাদার নাঈম,সহ-সভাপতি মোঃ রিয়াজ হাওলাদার, সাঃ সম্পাদক মোঃ মাহাতাব ইবনে রফিক, যুগ্ম সাঃ সম্পাদক হাফেজ মোঃ ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ নাজির আহমাদ, দফতর সম্পাদক মাও. মাহমুদ আল হাসান, অর্থ সম্পাদক মোঃ আজহারুল হুদা, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাপ্পি, প্রকাশনা সম্পাদক মাও. মোঃ আরিফ বিল্লাহ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল আতিক, যুব উন্নায়ন ও কর্মসংস্থান সম্পাদক মোঃ আমান উল্লাহ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রমজান শেখ, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মোঃ আব্দুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ মানজারুল হুদা, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ মেহেদি হাসান ইমন , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ফারদিন আহমাদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ আনিসুর রহমান জিতু, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যান সম্পাদক মোঃ মোস্তফা হোসাইন, উপসম্পাদক মোঃ মেহেদি হাসান।