দৈনিক খুলনা
The news is by your side.

ইসরায়েলি পার্লামেন্টে বাধার মুখে ট্রাম্প

76

ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ ভাষণ দিতে গিয়ে বিরোধী সদস্যদের বাধার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তুমুল করতালির মাধ্যমে ভাষণ শুরু হলেও কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধীদলীয় কয়েকজন সদস্য হট্টগোল শুরু করে ট্রাম্পকে থামিয়ে দেন।

বিবিসির খবরে জানা যায়, ওই সময় এক সংসদ সদস্যের হাতে ছিল ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি প্ল্যাকার্ড। পরে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিয়ে বিক্ষুব্ধ সদস্যদের পার্লামেন্ট কক্ষ থেকে বের করে দেন।

ভাষণ শুরু করার আগে ট্রাম্প মন্তব্য করেন, “কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।” এরপর নিজের বক্তব্যে তিনি বলেন, “আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।” তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করে তাকে “অসাধারণ সাহসী একজন মানুষ” হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের এই প্রশংসায় পার্লামেন্ট কক্ষে উপস্থিত সদস্যদের অনেকে উল্লাসে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় অংশ নেওয়া আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “তাদের একসঙ্গে কাজ করাটা ছিল এক অবিশ্বাস্য বিজয়।”

ভাষণের শেষাংশে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, “এখন ইসরায়েলের স্বর্ণযুগ আসবে, যা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্যও একটি নতুন স্বর্ণযুগের সূচনা করবে।”

Leave A Reply

Your email address will not be published.