দৈনিক খুলনা
The news is by your side.

ইরানে হামলার হুমকি ‘অগ্রহণযোগ্য’, সতর্ক করলো রাশিয়া

68

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো সতর্ক করে জানিয়েছে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়, তবে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দিয়েছেন। তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমানও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য। তবে পশ্চিমা দেশগুলো বলছে, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

এদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, “ইরানের ওপর হামলা হলে তা পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেবে। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলা হলে এর পরিণতি হবে বিপর্যয়কর।”

রাশিয়া ও ইরান চলতি বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। যদিও এতে সামরিক প্রতিরক্ষার শর্ত নেই, তবে মস্কো জানিয়েছে, তারা তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে।

Leave A Reply

Your email address will not be published.