ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার হাতে এমন কিছু ‘কার্ড’ রয়েছে, যা দিয়ে তারা ইউক্রেনের যুদ্ধ থামাতে সক্ষম। ট্রাম্পের মতে, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের অনেক অংশ দখল করেছে, এবং তারা যুদ্ধ শেষ করতে চায়।
ট্রাম্প বুধবার ফ্লোরিডায় সৌদি আরব-সমর্থিত একটি বিনিয়োগ আলোচনা শেষে ওয়াশিংটন ডিসির পথে যাওয়ার সময় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি রাশিয়া যুদ্ধের শেষ দেখতে চায়। তারা দখল করেছে অনেক ভূখণ্ড এবং এখন তাদের হাতে কিছু শক্তিশালী কার্ড রয়েছে।”
ফ্লোরিডায় ট্রাম্প আরও বলেন, “জেলেনস্কি স্বৈরশাসক, সে যুদ্ধ শুরুর জন্য দায়ী।” ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি এই বক্তব্যের পর, ইউরোপের নেতাদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।
এদিকে, ট্রাৰম্পের দাবি অনুযায়ী, জেলেনস্কির জনপ্রিয়তা এখন মাত্র ৪ শতাংশ, যদিও সাম্প্রতিক জরিপ অনুযায়ী, তার জনপ্রিয়তা ৫৭ শতাংশ। এই নিয়ে দুই নেতার মধ্যে কড়া বিতর্ক চলছে।
ট্রাম্পের এ মন্তব্যের পর, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে সমর্থন জানিয়েছে। এরই মধ্যে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।