ব্যুরো: বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বদা তার পলিসি হোল্ডারদের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতি রক্ষায় অটল।
এরই ধারাবাহিকতায়, খুলনা শাখায় শনিবার এক অনাড়ম্বর আয়োজনে এক পলিসি গ্রাহকের পরিবারকে মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়।
দুর্ভাগ্যজনকভাবে অকাল প্রয়াত পলিসি হোল্ডার রুকসানা আক্তার-এর মৃত্যুতে তাঁর পরিবারের হাতে মৃত্যুদাবি বাবদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক তুলে দেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোঃ হাসান ইমাম রোমিও।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাহক প্রতিনিধি এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির খুলনা বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবসময়ই তার পলিসি হোল্ডারদের সর্বোচ্চ সেবা এবং সঠিক সময়ে দাবি নিষ্পত্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।