দৈনিক খুলনা
The news is by your side.

আসন্ন নির্বাচনে উলামা মাশায়েখদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে – অধ্যাপক মাহফুজ

87

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খালিশপুর থানার উদ্যোগে উলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

শনিবার দুপুর ২ টায় থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের খুলনা মহানগরী আমীর ও খুলনা – ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক মাহফুজুর রহমান।

প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে সমাজের অন্যতম সচেতন নাগরিক হিসেবে আলেম ওলামাদেরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, আপনারা বিগত দিন গুলোতে দেখেছেন আলেম ওলামারা কি পরিমাণ জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। কেউ ফাঁসিতে, কেউ জেলখানায় শাহাদাত বরন করেছেন, অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে, তাছাড়া অপমান অপদস্থ করা ছিলো নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাই এইবার যেন জনগণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল না করে এজন্য আপনাদের জনগণকে সজাগ ও সচেতন করার ক্ষেত্রে বলিষ্ঠ ভুমিকায় অবতীর্ণ হতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, আপনারা কুরআন – হাদীস দিয়ে বুঝিয়ে দিবেন, ভোট হলো পবিত্র আমানত! কেউ যেন তাঁর খেয়ানত না করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জনাব মাস্টার শফিকুল আলম, মহানগরী সহ: সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক আ.ন.ম. আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক ইকবাল হুসাইন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মতামত ব্যক্ত করেন, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা আব্দুল গফফার, খুলনা জেলা ইমাম পরিষদের খালিশপুর থানা সভাপতি মাওলানা আনোয়ারুল আজিম, ইমাম পরিষদ নেতা মাওলানা আব্দুল মজিদ, মাওলানা ইবাদুর রহমান, পেশাজীবি নেতা মাওলানা জাফর সাদিক আনসারী।

এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের খালিশপুর থানার সহকারী সেক্রেটারিদ্বয় মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল জলিল, থানা উলামা সেক্রেটারি মাওলানা শাহজাহান আলম, অফিস সেক্রেটারি কাজী বায়েজিদ, রাজনৈতিক সেক্রেটারি মন্তাজুর রহমান, পেশাজীবি সেক্রেটারি হাফেজ শহীদুল ইসলাম, লিগ্যাল এইড সেক্রেটারি হেমায়েত হোসেন,বায়তুল মাল সেক্রেটারি আবুল কাশেম, যুব সেক্রেটারি মান্জারুল ইসলামসহ জামায়াতের খালিশপুর থানার বিভিন্ন ওয়ার্ডের আমীর/সভাপতি, কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং থানার বিভিন্ন ওয়ার্ডের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতীববৃন্দ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.