জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত কারিকুলাম এর শিক্ষা প্রতিষ্ঠান আলবাব একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী-২০২৫।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মহসীন আলি ফারাজি।
আলবাব একাডেমির চেয়ারম্যান এস এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক) মোঃ কামরুজ্জামান ও খুলনা সদর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মমিন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন মাধ্যমিক উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ডঃ মুহাম্মদ আনিস- আর-রেজা।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ছাড়াও স্থানীয় আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাতসহ ইসলামী সংগীত ও কেরাত পরিবেশিত হয়।