খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত সমন্বিত কারিকুলাম এর শিক্ষা প্রতিষ্ঠান আলবাব একাডেমিতে ছাত্র-ছাত্রীদের শতস্ফূর্ত উপস্থিতিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১জানুয়ারি) অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলবাব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এস এম মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল রাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম মফিজুল ইসলাম বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত আলবাব একাডেমি দেশ, জাতি ও উম্মাহকে আগামী দিনের সৎ, যোগ্য ও আদর্শ সুনাগরিক উপহার দিবে। আপনারা যারা এখানে নিজেদের প্রাণপ্রিয় সন্তানদের ভর্তি করিয়েছেন আমি মনে করি আপনারা সন্তানের জন্য উত্তম ফয়সালাই করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালকরা, শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা।