ভারত সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে জানানো হয়েছে, সাম্প্রতিক প্রত্যাঘাতের পর নয়াদিল্লি চায় না পরিস্থিতি আরও জটিল হোক। তবে পাকিস্তান যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, ভারত তার উপযুক্ত জবাব দেবে বলে স্পষ্ট করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত ভারত-ইরান ২০তম যৌথ কমিশনের বৈঠকে স্বাগত ভাষণে জয়শঙ্কর এ কথা বলেন। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আব্বাস আরাগচি।
জয়শঙ্কর বলেন, “আপনারা এমন সময়ে ভারতে এসেছেন, যখন আমরা ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলার যোগ্য জবাব দিতে ব্যস্ত। সীমান্তপারের সুনির্দিষ্ট ঘাঁটি লক্ষ্য করে আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা চাই না পরিস্থিতি আরও জটিল হোক। তবে আমাদের ওপর আঘাত এলে, আমরা তা দৃঢ়ভাবে প্রতিহত করব।”
জয়শঙ্কর জানান, ইরান ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী ও অংশীদার দেশ। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইরানের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।