খুলনার সরকারী আযম খান কমার্স কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে রমজান উপলক্ষ্যে গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (১২মার্চ)
কমার্স কলেজ মাঠে ছেলে এবং নারী শিক্ষার্থীদের জন্য কমন রুমে এ ইফতারের আয়োজন করা হয়।
এসময় প্রায় ৮০০ জন শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। আসরের নামাজের পর ইফতার বিতরণের স্থানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী রিফাত বলেন, সকল সিনিয়ার জুনিয়ার ও সাবেক ভাইদের এক মিলন মেলা হলে ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইফতার কর্মসূচি আয়োজন করার জন্য।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক রহমান বলেন, ‘ আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সামনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’