দৈনিক খুলনা
The news is by your side.

আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

59

খুলনায় নানা আয়োজনে দলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিকালে খুলনা প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টি খুলনা মহানগর শাখার আহ্বায়ক জনাব মোঃ সাইদুল হক মিলন আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব জনাব এস এম আখতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মনির চৌধুরী সোহেল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব সাজেদুল ইসলাম বাপ্পি,খুলনা মহানগর গণধিকার পরিষদের সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তগণ বলেন, আমার বাংলাদেশ(এবি) পার্টি দলটি ২ মে ২০২০ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছি কিন্তু বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে যার ফলে ফ্যাসিবাদীরা সুযোগ নিতে চাচ্ছে। সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করায় আমাদের মূল লক্ষ্য। জুলাই আন্দোলনে যারা গণহত্য চালিয়েছে তাদের বিচার করে আইনের আওতায় আনতে হবে।

Leave A Reply

Your email address will not be published.