দৈনিক খুলনা
The news is by your side.

আন্দোলনরত শ্রমিক নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতেজেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

114

আটরা , মিরেরডাঙ্গা শিল্প এলাকার মহসেন,সোনালী,এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্স ,হুগলী কোঃ সহ বন্ধ মিল চালু, বকেয়া পাওনা এককালীন পরিশোধ,
আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মালিকপক্ষের দায়েরকৃত সকল মিথ্যা মামলা পত্যাহার, ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক শ্রমিকদের দাবি পূরণ ১০,০০০টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে বুধবার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস বরাবর স্মারকলিপি পেশ করেন বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নেতৃবৃন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মন্ডল এর নিকট এ স্মারকলিপি প্রদান করে শ্রমিক নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ সংগঠনের সভাপতি গোলাম রসুল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন ব্যক্তি মালিকানাধীন মহাসেন জুট মিল ,সোনালী জুট মিল, এ্যযাক্স জুট মিল ,আফিল জুট মিল , জুট স্পিনার্স ও হুগলি বিস্কুট কোম্পানি দীর্ঘদিন বছর যাবত বন্ধ রয়েছে। এর মধ্যে জুট স্পিনার্স আংশিক চালু রয়েছে। এই সকল লাভজনক প্রতিষ্ঠানগুলো সরকারের বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোন নিয়ে কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে, মিল গুলি বন্ধ করে রেখেছে । এখনো পর্যন্ত শ্রমিকের গ্রাজুইটি ও পিএফ সহ কোন পাওনাই পরিশোধ হয়নি । ২০০৬ এর শ্রম আইনে ৩০ কর্ম দিবসের মধ্যে ছাটাইকৃত শ্রমিকের পাওনা পরিষদের নিয়ম থাকলেও বছরের পর বছর গেলেও শ্রমিকের গ্রাজুইটি ও পিএফ এর পাওনা পরিশোধ করা হচ্ছে না। হাজার হাজার পরিবার অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মানবতার জীবনযাপন করছে । শত শত শ্রমিক তাদের পাওনা টাকা না পেয়ে দুশ্চিন্তা ও হতাশায় বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এর মধ্যে খুলনার শিরোমনি মহাসিন জুট মিলটি ২০১৪ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয় ,এর এখনো ৩৩৭ জন শ্রমিকের পাওনা প্রায় ১১ কোটি টাকা। মিলের যাবতিয় ম্যাশিনারিজ মিলের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম তৎকালিন সিবিএ নেতা রবিউল ইসলাম রবির সহযোগিতায় ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন রাতের আধারে লুটপাট করে নেয়। মিরেরডাঙ্গা সোনালী মিলে শ্রমিকের পাওনা প্রায় ৫০ কোটি টাকা। আফিল জুট মিলের মালিক ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকরাম হোসেন শ্রমিকের পাওনার কিছু অংশ পরিশোধ করলেও প্রতারণার আশ্রয় আংশিক টাকা দিয়ে কৌশলে শ্রমিকদেরকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে সম্পূর্ন পাওনা পরিশোধের বিষয়টি লিখিয়ে নিয়েছে। এই মিলে শ্রমিকের পাওনা প্রায় ৪০ কোটি টাকা। স্পিনার্স জুট মিলেটির শ্রমিকদের পাওনার চারটি কিস্তি করা হলেও দুইটি কিস্তি পরিশোধ করার পর সকল কিস্তি বন্ধ করে রাখা হয়েছে। এই মিলে শ্রমিকের পাওনা ২৮ কোটি টাকা। এ্যযাক্স জুট মিলটি ২০১৪ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়, এখানে ১১০০ শ্রমিকের মোট পাওনা রয়েছে প্রায় ৩০ কোটি টাকা। হুগলি বিস্কুট কোম্পানি ২০২১ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়, যাহা ১৭০ জন শ্রমিকের প্রায় ৫ কোটি টাকা পাওনা রইয়াছে। বক্তারা সকল বন্ধ মিল চালু ,২০০৬ শ্রম আইন মোতাবেক ও ন্যূনতম মজুরি বোর্ড সিদ্ধান্ত মোতাবেক সমস্ত বকেয়া মজুরি ও বোনাস সহ সকল পাওনা ২৮ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রম আইন অনুযায়ী মহাসেন, এ্যাজাক্স, সোনালী, জুট স্পিনার ,আফিল, হুগলি বিস্কুট সহ বন্দকৃত মিলের গ্রাচুইটি পিএফ সহ যাবতীয় পাওনা আগামি ২৪ মার্চ এর মধ্যে এককালীন পরিশোধ করতে হবে।২০২১ সালে সরকার কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি কমিশন সকল জুট মিলে কার্যকর করতে হবে।বর্তমান বাজার অনুযায়ী শ্রমিকের ন্যূনতম মজুরি ( বেসিক) ১০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।বন্ধ ও আংশিক চালু নামমাত্র চালু মিলগুলো পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।২০০৬ সালের শ্রম আইন মোতাবেক শ্রমিকের স্থায়ীকরণ ছুটি সহ যাবতীয় সুবিধাদি চালু করতে হবে। এছাড়া আন্দোলনরত শ্রমিকদের নামে মালিকপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামি ২১ মার্চ শিরোমনি শহীদ মিনার চত্বরে সন্ধায় মশাল মিছিল । আগামি ২৪ মার্চের মধ্যে পাওনা পরিশোধ না করলে ২৭ মার্চ খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে সকাল ১০টা হইতে বেলা ২ টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান , খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ বিল্লাল হোসেন, ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ , শ্রমিক নেতা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবর, ক্বারী আসহাবউদ্দীন, আঃ ওহাব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.