আজ রবিবার সারাদেশে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র উৎসব, শুভ বুদ্ধপূর্ণিমা। প্রায় আড়াই হাজার বছর আগে এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়।
বৌদ্ধ ধর্মমতে, গৌতম বুদ্ধের মূল শিক্ষা ছিল অহিংসা, সাম্য, মৈত্রী ও সহাবস্থানের বার্তা। তিনি বলেছিলেন, হিংসা দিয়ে হিংসা থামে না, থামে কেবল অহিংসায়।
দিনটি উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে আয়োজন করা হয়েছে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও সমবেত প্রার্থনার। অনেকে আজ শীল গ্রহণ ও পিণ্ডদান কর্মসূচিতেও অংশ নিচ্ছেন।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।