দৈনিক খুলনা
The news is by your side.

আজ আপনারা একখানা কম্বল দিলেন, খুব আনন্দ লাগতাচে

18

সাতক্ষীরা প্রতিনিধি: ‘কদিন ধইরা অনেক শীত পড়চে। ঘরে গরম কোন কাপড়চোপড় নাই, একখান কম্বলও নাই। অনেক শীত, আজ আপনারা একখানা কম্বল দিলেন, খুব আনন্দ লাগতাচে। ঈশ্বরের কাছে আশির্বাদ করি যেন আপনারা আরো বেশি বেশি দান করতে পারেন আর আপনাদের যেন সব সময় ভালো রাখে। কম্বল পেয়ে খুশিতে কান্নাজড়িত কণ্ঠে বলেন কলাগাছি গ্রামের ৭০ বছরের বৃদ্ধা হাজারি মন্ডল।

শুক্রবার (১০ জানুয়ারি) সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে বিধবা ও বৃদ্ধা নারীদের মাঝে এ ১০০ কম্বল বিতরণ করা হয়।

কিশোর একতার উদ্যোগে কম্বল পেয়ে হাজারির মতো আরেক বৃদ্ধা সরলা রানী রায় অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘কয়েক দিন ধরে খুব শীত পড়ছে। শীতবস্ত্রের অভাবে খুব কষ্ট করতে হয়। দিনে যেমন তেমন, রাতে ঠাণ্ডায় ঘুম আসে না। বউ-ছেলে নিয়ে কেমনে থাকি? আজ আপনারা একখানা কম্বল দিলেন, অনেক উপকার হলো। আমার মতন আরো কত মানুষ কষ্ট করছে।’

শীতের কম্বল পেয়ে কলাগাছি এলাকার টেমি মন্ডল  বলেন, ‘আমি কোনো কাজ করতে পারি না। আমি মানুষের বাড়িতে কাজ করি। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাড়ি কাজ করতে হয়। যা টাকা পাই তা-ই দিয়ে সংসার চালাই। আমার একটা ছেলে আছে। আমাগো গরম কাপড় বলতে কিছুই নাই। ছিঁড়া ক্যাতা-কাপড় জড়াইয়া তিনজনে কোনো রকমে রাত কাটাই। আজ আপনারা একটা কম্বল দিলেন, এতে খুবই উপকার হইল।

Leave A Reply

Your email address will not be published.