দৈনিক খুলনা
The news is by your side.

আগামীকাল গ্রামের বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

72

আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এদিন হাটহাজারীর ১৪ নং শিকারপুর ইউনিয়নের তার পৈতৃক নিবাস বাথুয়া গ্রামে আসবেন তিনি। এ উপলক্ষে সেখানে তাকে স্বাগত জানাতে স্থানীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জানা যায়, চবির সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকালে প্রধান উপদেষ্টা তার পৈতৃক বাড়ি বাথুয়া গ্রামে যাবেন। বিকেল ৫টায় হাজি মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুরালী বাড়ি সংলগ্ন কবরস্থানে সমাহিত তার দাদা–দাদির কবর জিয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয়–স্বজন ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বাথুয়া গ্রামে সদ্য নির্মিত হাজি মোহাম্মদ দুলা মিয়া সওদাগর সড়ক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নুরালী বাড়ি উপ–ডাকঘর সংলগ্ন ড. মুহাম্মদ ইউনূসের পারিবারিক করবস্থানে চলছে প্রয়োজনীয় সংস্কারের কাজ। এছাড়া পাশের মাঠও পরিষ্কার করা হয়েছে।

 

প্রধান উপদেষ্টার বাবার পৈত্রিক নিবাস হাজি মোহাম্মদ দুলা মিয়া সওদাগর বাড়িতে হাটহাজারী উপজেলা ও পৌরসভার কর্মকর্তা–কর্মচারীরা নানা স্থাপনায় সৌন্দর্য বর্ধনের কাজ করছেন। বাড়ির জরাজীর্ণ ঘর ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ঘর। এছাড়া বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করে বসানো হচ্ছে ভ্রাম্যমাণ শৌচাগার।

জানা যায়, ড. ইউনূসের পরিবারের সবাই ৫০–৬০ বছর ধরে নগরের পাঁচলাইশ থানাধীন নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন। ১৯৪০ সালের ২৮ জুন তিনি বাথুয়া গ্রামের হাজী এম নজু মিয়া সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। আট ভাই–দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।

এই বিষয়ে হাটহাজারীর ইউএনও এ বি এম মশিউজ্জামান জানান, ১৪ মে বিকালে প্রধান উপদেষ্টা গ্রামের বাড়ি সংলগ্ন দাদা–দাদির কবর জিয়ারত করবেন এবং আত্মীয়–স্বজন ও এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময়ের কথা রয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.