দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা

15

রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেল থেকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মাগরিবের নামাজের পর থেকে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না। শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচল করছে।

এনসিপির আয়োজনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়কে গণসমাবেশ থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শাহবাগ জুড়ে চলেছে নানা স্লোগান—‘আওয়ামী লীগ ব্যান করো’, ‘একটা একটা লীগ ধর, জেলে ভর’, ‘খুনি লীগের ঠিকানা বাংলায় হবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আজাদী আজাদী’।

আন্দোলনকারীদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আওয়াজ শুনছে না। তাই প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে তারা শাহবাগ মোড় ছাড়বেন না।

 

 

Leave A Reply

Your email address will not be published.