দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

19

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এবার দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাড়াও কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়। বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটি বাস্তবায়নের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধন স্থগিত থাকায় দলটি এখন থেকে নির্বাচনেও অংশ নিতে পারবে না।

Leave A Reply

Your email address will not be published.