দৈনিক খুলনা
The news is by your side.

‘আওয়ামী মেয়রের নগ্ন হস্তক্ষেপে মোরেলগঞ্জ প্রেসক্লাবের ভবন ও ভূমি বেদখল হয়’

177

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের ভবনসহ নিজস্ব জমিটুকু দখল করে সাংবাদিকদেরকে পথে নামিয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী।

বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসানে দলীয় নমিনেশন প্রত্যাশী মনিরুল হক গতকাল শনিবার রাত ৮টার দিকে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ।

সরকারি টাবায় সরকারি জমিতে থাকা প্রেক্লাবের ভবনসহ জমি দখল করে নেওয়াটা চরম অন্যায় হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নৌকা প্রতীকের বিনা ভোটের মেয়র মনিরুল হক তালুকদার ক্ষমতার অপব্যহার করে প্রেসক্লাব দখল করে নিয়ে প্রেসক্লাবের জন্য জায়গা দেয়নি। ফলে মোরেলগঞ্জের সাংবাদিকদেরকে ২০১৯ সাল থেকে বিভিন্ন স্থানে ভাড়া থাকতে হচ্ছে। এটা দু:খজনক’।

জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী প্রেসক্লাবের সাময়িকসংকট নিরসনের জন্য ৫০ হাজার টাকার চেক, পরবর্তীতে কল্যাণ তহবীল সমৃদ্ধকরণ ও প্রতিমাসের ভাড়ার টাকা পরিশোধের জন্যও সহযোগীতার আস্বাস দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বৈষম্য,দুর্ণীতি ও বিচারহীনতা থেকে দেশকে মুক্ত করতে সাংবাদিকদের প্রতি আহŸান জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইটভি ও আমার সংবাদ প্রতিনিধি প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইসলাম। অন্যান্যের মধে আলোচনা করেন, সহসভাপতি জিটিভি ও কালেরকন্ঠ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ ও সংবাদ প্রতিনিধি গণেশ পাল, সাবেক সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সহসাধারণ সম্পাদক মানবজমিন প্রতিনিধি শাজাহান আলী খান, নয়াদিগন্ত প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি মেহেদী হাসান নিয়াজ ও পূর্বাঞ্চল ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি এম.পলাশ শরীফ।

Leave A Reply

Your email address will not be published.