দৈনিক খুলনা
The news is by your side.

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার

66

খুলনাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে। এক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটির সহযোগিতা প্রয়োজন।

জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দকে সহযোগিতার করার আহবান জানান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলি হায়দার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে কেএমপির হল রুমে জাতীয় নাগরিক কমিটির সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

মতবিনিময়ে মাদক, সন্ত্রাস, বিট পুলিশিং কার্যক্রম, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জাতীয় নাগরিক কমিটির পক্ষে আহম্মদ হামীম রাহাত বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টির পর এতদিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল না হওয়া, মাদক ও জুয়ার বিস্তার, সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। একই সাথে কিশোর গ্যাং এর দৌরাত্ম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। এতে ছিনতাই, খুন ও রাহাজানি বেড়ে যাওয়ায় সচেতন মহল উদ্বিগ্ন। এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার দাবি জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.