দৈনিক খুলনা
The news is by your side.

অভ্যুত্থানের সময় আনন্দভ্রমণের ছবি পোস্ট, সাকিব বললেন ‘ভুল ছিল’

24

গোটা দেশ যখন উত্তাল, শেখ হাসিনা সরকারের বিরোধিতায় রাজপথে যখন প্রাণ হারাচ্ছে শতশত মানুষ, সম্পূর্ণ নীরব ভূমিকায় ছিলেন সাকিব আল হাসান। এমনকি কানাডায় সাফারি পার্কে পরিবারসহ আনন্দে ভ্রমণে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে। সেই ট্যুরের ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। এতে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের জনগণ। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সাকিব। স্বীকার করলেন নিজের ভুল।

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। সেসময় কানাডায় স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে যান আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির। এতেই হয় তীব্র সমালোচনা।

সম্প্রতি দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘সত্যি বলতে, আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লীগ ক্রিকেট (এমএলসি) খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা। আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও, আমি এর দায়ভার নিচ্ছি।’

সাকিব বলেন, “এটা একটা পূর্বপরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সবসময় ক্রিকেটের দিকে ছিল— সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সব সময় বলা হয়েছে, ‘শুধু ক্রিকেট খেলো।’ তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি।”

সাকিব বলেন, ‘সত্যি বলতে, আমি ভাবিনি ছবিটা এত ছড়িয়ে পড়বে। প্রতিক্রিয়া শুরু হওয়ার পর, আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতি কতটা গুরুতর। অনেকে আমাকে বলেছে, ওই সময়ে ওই ছবি দেখে তারা কষ্ট পেয়েছে। এখন বুঝতে পারছি, ওটা একটা ভুল ছিল। এমনকি অন্যরাও একইরকম জিনিত পোস্ট করলেও আমারটা বেশি মনোযোগ পেয়েছে। এটা হয়তো আমি বলেই হয়েছে। তবে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।’

Leave A Reply

Your email address will not be published.