দৈনিক খুলনা
The news is by your side.

অনুর্ধ্ব-১৭ ফুটবলের বালক-বালিকা বিভাগে মাগুরা চ্যাম্পিয়ন

47

তারুণ্যের উৎসব উদযাপনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনালে মাগুরা জেলা বালক-বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফাইনালে বালিকা বিভাগের ফাইনালে মাগুরা জেলা দল টাইব্রেকারে ৪-৩ গোলে খুলনা জেলা দলকে এবং বালক বিভাগের ফাইনালে মাগুরা জেলা দল ২-০ গোলে খুলনা জেলা দলকে পরাজিত করেছে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকত। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী।

বিশেষ অতিথি ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, জাতীয় ক্রীড়া পরিষদের বিভাগীয় উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, মোঃ সাইফুল ইসলাম, শাহানাজ খাতুন, তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বিভাগীয় ফুটবল কোচ শেখ আশরাফ হোসেনসহ আরো অনেকে। খেলায় হাজারো দর্শক উপস্থিত ছিল।

Leave A Reply

Your email address will not be published.