খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেছেন, সাতক্ষীরার আম বিদেশে যাচ্ছে। ফলে সাতক্ষীরায় একটি মোড়কজাত সিস্টেম থাকা উচিত। আমি মনে করি, এ অঞ্চলের কৃষিবিদরা কৃষিতে ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। পরিবর্তীত জলবায়ুর সাথে খাপ খাইয়ে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে। বর্তমানে কৃষি সেক্টরে সকল শ্রেণি-পেশার মানুষ ঢুকছে। এটি ভাল। এখন কৃষক সরাসরি মাঠ থেকে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারছে। ফলে কৃষকের সমস্যার সমাধান হচ্ছে এবং কৃষক উপকৃত হচ্ছে।
তিনি বুধবার (১৪ মে) খুলনা অঞ্চলের পার্টনার আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জানাযায়, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরালট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ-পার্টনার প্রকল্পটি ২০২৩সালের জুলাই মাসে শুরু হয়েছে। শেষ হবে ২০২৮ সালের জুন মাসে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯১০.৯৩১২ কোটি টাকা। কর্ম এলাকা ধরা হয়েছে ৮ বিভাগের ১৪ টি অঞ্চলের ৬৪ টি জেলা এবং ৪৯৫ টি উপজেলা। পার্টনার প্রকল্পের সার্বিক লক্ষ্য হল খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ।
এ প্রকল্পের মাধ্যমে ফল ও সবজির জন্য উত্তম কৃষি চর্চার ধাপ সমূহ প্রণয়ন ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, ধান ব্যতীত অন্যান্য দানাদার শস্য, ডাল, তেল ও উদ্যান ফসলের মাধ্যমে শস্য বহুমুখীকরণ, আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণ, ভ্যালু চেইন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মান উন্নয়ন, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণ, বীজ প্রত্যয়নের অ্যাক্রিডিটেশন সিস্টেম ও নিরাপদ খাদ্য পরীক্ষা পদ্ধতি জোরদার করণ, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগ সমূহকে বিকশিত করা, সরকারী কৃষি প্রতিষ্ঠান আধুনিকীকরণের মাধ্যমে প্রতিষ্ঠান সমূহের কার্যাবলীকে যুগোপযোগী করণ, এনএআরএস ভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রমের মূল্যায়ন, নির্দিষ্ট কৃষি পণ্যের ভ্যালু চেইন কার্যক্রম জোরদারকরণ, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী আবুল কালাম আজাদ, পার্টনার প্রকল্পের এডিপি গৌর গোবিন্দ দাশ, প্রকল্পের ডিপিডি মনোতোষ শিকদার, কৃষি বিপনন অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. শাহানাজ বেগম, রপ্তানি উন্নয়ন ব্যুরো খুলনার পরিচালক জিন্নাত আরা আহমেদ। এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরার মো. সাইফুল ইসলাম, নড়াইলের মো. জসীম উদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন। কর্মশালায় প্রকল্প এলাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুবিধাভোগী, অংশীজন, উদ্যোক্তা, মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।