তিন দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা ওয়ার্ল্ডকাপ। বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ মঞ্চস্থ হবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের সুষ্ঠু আয়োজনের জন্য গঠিত হয়েছে হোয়াইট হাউস টাস্কফোর্স। যার নেতৃত্বে থাকছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (০৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেসময়ই টাস্কফোর্স গঠন করেন মার্কিন প্রেসিডেন্ট। এই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্কফোর্স নিরাপত্তা ও বিবিধ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ দেখতে প্রচুর পর্যটকের সমাগম হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফিফা অফিসিয়ালদের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারা নিয়ে ট্রাম্প বলেছেন, ‘এটা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয়।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই।’
আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ। এই সাক্ষাতে ট্রাম্পকে একটি গেম বল দেন ফিফা সভাপতি ইনফান্তিনো। একইসঙ্গে ক্লাব বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেন তিনি।
৪৮ দলের অংশগ্রহণে মঞ্চস্থ হবে ২০২৬ ফিফা ওয়ার্ল্ডকাপ। তিন দেশ মিলিয়ে হওয়া ১০৪ ম্যাচের ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোতে হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।