দৈনিক খুলনা
The news is by your side.

১০ দিনের মধ্যে ফুরিয়ে যাবে গাজার খাদ্যের মজুদ

45

জাতিসংঘের খাদ্য কর্মসূচি বিষয়ক সংস্থা ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় খাদ্য মজুদ আগামী ১০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এর ফলে গাজার হাজার হাজার মানুষকে অনাহারে থাকতে হবে। গত চার সপ্তাহ ধরে ইসরাইল গাজার খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। খবর আল-জাজিরার।

ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা শুধুমাত্র ৮ লাখ মানুষের জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত খাবার সরবরাহের জন্য যথেষ্ট। এরপর খাদ্য সংকট প্রকট হয়ে উঠবে। তাদের মতে, গাজায় অবস্থা এতটাই ভয়াবহ যে, মজুদ থাকা খাদ্য ১০ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।

গাজার বর্তমান পরিস্থিতির মধ্যে, ডব্লিউএফপি জানায়, তারা ৪ লাখ ১৫ হাজার মানুষের জন্য পুষ্টিকর বিস্কুট সরবরাহ করবে, তবে তা একমাত্র শেষ খাবার হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া, সংস্থাটি গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত ছিল। হামলায় পাঁচ শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছে। এ হামলার মধ্যেই গাজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলা চলছে। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও, ১১ মার্চ থেকে আবারও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

 

Leave A Reply

Your email address will not be published.