দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড

29

মোংলা প্রতিনিধি :সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী মোংলার পশুর নদীর হারবাড়ীয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬ টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে অভিযানকারীরা ধাওয়া করে ১ টি একনালা বন্দুক ও ৩ রাউন্ড তাঁজা গুলিসহ ওই ব্যক্তিকে আটক করে।আটককৃত ডাকাত সহযোগী আব্দুর রহিম (৩২) বাগেরহাটের শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

Leave A Reply

Your email address will not be published.