দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় সুন্দরবনের আদলে গোলপাতা রেস্টুরেন্টের উদ্বোধন

12

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিরিবিলি, নান্দনিক ও মুক্ত পরিবেশে রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের চাহিদা মেটাতে সুন্দরবনের আদলে যাত্রা শুরু করল গোলপাতা রেস্টুরেন্ট।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গোলপাতা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতি স্বাগত বক্তব্য দেন। এরপর মোনাজাত ও কেক কাটার মাধ্যমে অতিথিরা রেস্টুরেন্টের কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু। সাতক্ষীরা জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই অনুষ্ঠানে যোগ দেন।

ভোজনবিলাসীদের আকর্ষণের জন্য এখানে নবিধি, ঝাউবন, কেওড়াবন, সুন্দরী, এবং ইরাবতী নামের পাঁচটি কটেজ প্রস্তুত করা হয়েছে। এসব কটেজে বসে অতিথিরা নান্দনিক পরিবেশে বিভিন্ন ফাস্টফুড খাবার উপভোগ করার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.