দৈনিক খুলনা
The news is by your side.

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা ৫ দিনের রিমান্ডে

49

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার। শুনানিতে এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাদের ৫ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলাটি করেন।

ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট। আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ।

এরআগে, ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.