দৈনিক খুলনা
The news is by your side.

শেখ হাসিনার সেই পিয়ন জাহাঙ্গীরের দেশত্যাগে মানা

141

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার হাসিনার পিয়ন বা ব্যক্তিগত স্টাফ মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপপরিচালক মো. রাশেদুল ইসলাম নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলা হয়, শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ঢাকায় তার নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ৮ ব্যাংক অ্যাকাউন্টে ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা স্থানান্তর করেন।

এ অবস্থায় আসামিদের বিদেশ গমনের নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টের রিট পিটিশন রায়ের পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি গ্রহণ করা প্রয়োজন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে দুদক। অনুসন্ধানও শুরু হয়েছে। এর আগে, গত বছরের ১৪ জুলাই চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন, আমার বাসার পিয়ন ছিল, সেও না কি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।

শেখ হাসিনার ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। জানা যায়, ওই পিয়নের নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর। তার বাড়ি নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে। জাহাঙ্গীর পরিবারসহ যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.