মোংলা প্রতিনিধি:সেভ দ্যা সুন্দরন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম বলেছেন, স্কুল কলেজে গিয়ে শুধু মাত্র একটি সার্টফিকেট নেয়ার নাম শিক্ষা নয়, শিক্ষার সঠিক উদ্দেশ্য হলো নৈতিক অর্জন ও মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হওয়া।
শিক্ষা নিয়ে জীবনকে আলোকিত করে জীবনকে আনন্দময় মানুষের মতে মানুষ হওয়া। শ্রেণীকক্ষ নির্ভর বা পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান আনন্দের হয় না। তাই শিক্ষার আসল উদ্দেশ্য কখনোই চাকরি বা বাণিজ্য নয়। এর সঠিক উদ্দেশ্য হলো মনুষ্যত্ববোধ ও নৈতিকতা অর্জন করা। মানবিকতা নিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করার নামই আসল শিক্ষা। ২৮ জুলাই সোমবার সকালে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নূর আলম শেখ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসাইন পনি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রশিদুজ্জামান শিশির, শেখ রুস্তুম আলী, শেখ শাকির হোসেন, এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী হাওলাদার ইমপিয়াস হোসাইন, স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান কার্নিজ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনায় মনোযোগী হয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করতে হবে। পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই হলো আসল শিক্ষা।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরে বলেন, তোমরা শিক্ষা গ্রহন করে আগামীর দেশ ও রাষ্ট্র উন্নয়নের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। সততা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের প্রয়োজনে নিবেদিত করতে পারলেই তোমাদের শিক্ষার প্রতিফলন ঘটবে।
সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, স্কুল ও কলেজ জীবনে শিক্ষা গ্রহনের মাধ্যমে স্বপ্ন লালন ও কঠোর পরিশ্রম করতে হবে। কখনো হতাশ হওয়া যাবেনা। টাকার পেছনে না ছুটে ভালো কিছু করতে হবে।
অনুষ্ঠান শুরুতেই মেধাবী শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।