দৈনিক খুলনা
The news is by your side.

শার্শা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপি শিক্ষা শিবির-২০২৫

45

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপি শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত । রবিবার (১৫ জুন) দুপুরে মাওলানা আবু ইয়াহিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শার্শা উপজেলা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ সহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসূল বলেন, নবীজি (সা.) এর হিলফুল ফুজুল সংগঠনের কার্যক্রম সহ পৃথিবীতে যুগযুগে যেসব উন্নয়ন ও বিজয় সূচীত হয়েছে তা সবই যুবকদের অবদান বেশী। সাহাবী ময়াজ ও মুয়াজ যুবকদের নাম উল্লেখ করে তিনি বলেন, যুবকরা সমাজ পরিবর্তন করেছে। ৫ আগষ্টের পরিবর্তন যুবকদের অগ্রাধিকার ছিল। আজ যুবসমাজ চুপ করে বসে থাকলে এদেশের মানুষ সু-শাসন, ন্যয় বিচার ও মানব অধিকার হতে বঞ্চিত হবে। জুলাই আগষ্ট বিপ্লবে ছাত্ররা ও যুব সমাজ দেশকে যেভাবে স্বাধীনতা এনে দিয়েছে দেশ ও জাতি আজীবন তাদের মনে রাখবে। ওই আবু সাঈদ এবং আব্দুল্লাহরা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এদেশকে রক্ষা করেছে। ঠিক তেমনিভাবে আসছে জাতীয় নির্বাচনে কোন অপশক্তি দিনের ভোট যেন রাতের ভোট না বানায় সেদিকে আজকের যুবকদের খেয়াল রাখতে হবে। এদেশে ফ্যাসিস্টের পুনর্জন্ম আর কোন জাতিকে যেন না দেখতে হয়।

 

Leave A Reply

Your email address will not be published.