দৈনিক খুলনা
The news is by your side.

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

74

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নিবন্ধন পেলেও শাপলা প্রতীক তাদের জন্য বরাদ্দ নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কারণ, প্রতীকের চূড়ান্ত তালিকায় শাপলা নেই। ফলে এনসিপিকে নির্ধারিত তালিকা থেকে নতুন প্রতীক বেছে নিতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “আমাদের প্রতীক তালিকায় মোট ১১৫টি প্রতীক রয়েছে। এর বাইরে কোনো প্রতীক দেওয়া সম্ভব নয়। শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে।”

ইসি সূত্রে জানা গেছে, প্রতীক তালিকা সংশোধনের জন্য ১১৫টি প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। ভেটিং শেষে আচরণবিধি ও প্রতীক তালিকার অনুমোদনও সম্পন্ন হয়েছে।

সচিব জানান, এনসিপি ইতিমধ্যে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়েছিল। কিন্তু তালিকায় এসব প্রতীক না থাকায় দলটিকে জানানো হয়েছে অন্য প্রস্তাব দিতে হবে। তিনি বলেন, “প্রতীকের বিষয়ে নিষ্পত্তি হবে কমিশন ও দলের সম্মতির ভিত্তিতে।”

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান। নিবন্ধন–সংক্রান্ত নথি পর্যালোচনা চলছে। তবে প্রতীকসংক্রান্ত প্রক্রিয়া ইতোমধ্যে এক ধাপ এগিয়েছে।

এ ছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে। পূজা ও ছুটির দিন মাথায় রেখে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে চলছে বলে উল্লেখ করেন সচিব। তিনি বলেন, “প্রতিদিন নতুন কিছু জানানোর সুযোগ নেই। তবে নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

Leave A Reply

Your email address will not be published.