২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এতে ৯৩ জনের নাম, ঠিকানা ও পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, এই তালিকা প্রাথমিক, যাচাই-বাছাই শেষে সংখ্যা আরও বাড়তে পারে।
হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেফায়েতুল্লাহ আজহারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “তথ্য সংগ্রহ ও যাচাই প্রক্রিয়া এখনো চলমান। চূড়ান্ত তালিকা প্রকাশে আরও সময় লাগবে।”
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ২০২৪ সালের আগস্টে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে। আবার তৎকালীন বিবিসি প্রতিনিধি মার্ক ডামেটের অনুসন্ধানে নিহতের সংখ্যা ৫৮ বলে উল্লেখ করা হয়।
২০১৩ সালের ওই দিন ইসলাম অবমাননার প্রতিবাদে এবং নারীনীতির বিরোধিতা করে হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি নিয়ে শাপলা চত্বরে অবস্থান নেয়। মহাসমাবেশে যোগ দেন হাজার হাজার কওমি আলেম, শিক্ষার্থী ও সাধারণ মুসলমান। রাত গভীর হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। গুলিবর্ষণ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। হেফাজতের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হন।
সংগঠনটির প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, নিহতদের অধিকাংশই তরুণ ছিলেন। হেফাজতের তালিকায় নিহতদের পরিবারের সদস্যদের পরিচয়ও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠকের সুবিধার্থে তালিকাটি প্রতিবেদনের সাথে সংযুক্ত করা হলো।