দৈনিক খুলনা
The news is by your side.

রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধি সুইডেনের

44

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য আটটি সংস্থার মাধ্যমে ১২ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মানবিক সহায়তা প্রদান করেছে সুইডেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৫৫ দশমিক ৪ কোটি টাকা।
আজ সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বসবাসকারী দশ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনসাধারণকে এই সহায়তা দেওয়া হবে।

এতে আরো বলা হয়েছে, এর মাধ্যমে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় বসবাসকারী সম্প্রদায়গুলোকেও সহায়তা প্রদান করা হবে। স্থানীয় এনজিওগুলোর জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও বাড়ানো হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীসহ বাংলাদেশে যে কোনো মানবিক চাহিদা পূরণে সুইডেন পাশে থাকবে, ঠিক যেভাবে আমরা বিগত সাত বছর তাদের পাশে ছিলাম।’

তিনি আরো বলেন, ‘কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরেই নয়, বরং ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে এ বছর আমরা গত বছরের তুলনায় আমাদের প্রাথমিক বরাদ্দ বাড়িয়েছি।’

এ সহায়তা ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন ও ইন্টারন্যশনাল রেসকিউ কমিটির মাধ্যমে দেওয়া হবে।

খাদ্য সহায়তা, পুষ্টি, সুরক্ষা, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি শিক্ষা, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবার জন্য এ তহবিল ব্যবহার করা হবে।

এছাড়াও, সুইডেন জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকে সহায়তা করার জন্য ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সঙ্গে অংশীদারিত্ব সম্পন্ন করছে।

উল্লেখ্য, সুইডেন বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও সুইডেন ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএনএফপিএ ও জাতিসংঘের সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্ড ফান্ড বা (সিইআরএফ)-কে মূল সহায়তা প্রদানকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম। বাসস।

Leave A Reply

Your email address will not be published.