দৈনিক খুলনা
The news is by your side.

রাণীনগরে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়

53

নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী শিক্ষক মো: খবিরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী প্রাঙ্গনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় খবিরুল ইসলাম বলেন, দেশের আমূল পরিবর্তন আনতে এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী দলকে একক ভাবে সরকার গঠনের সুযোগ প্রদানের কোন বিকল্প নেই। দখলবাজি, চাঁদাবাজি, হয়রানি, গুম, খুন, ঘুষ, স্বজনপ্রীতি, হানাহানি, মারামারি, ধর্ষণসহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যার যার অধিকার ফিরে দিতে, বৈষম্য দূর করে সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ নিরাপদ একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে হলে জামায়াতে ইসলামী দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিতে হবে। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষদের দ্বোরগড়ায় লেখনির মাধ্যমে পৌঁছে দিতে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা রয়েছে। সুন্দর ও বসবাস উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আনজীর হোসেন, সাধারণ সম্পাদক শামীনুল ইসলাম শামীম, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে এমপি প্রার্থী খবিরুল ইসলাম সভায় আগত সংবাদকর্মীদের ইসলামী বইসহ উপহার তুলে দেন। পরে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.