মোরেলগঞ্জ প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মনিরুল হক ফরাজী মোরেলগঞ্জের কয়েকটি বাজার এলাকায় ৩১ দফার লিফলেট বিতরন করেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি কুদঘাটা, জিউধরা, গুলিশাখালী ও কেয়ার বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরন করেন। এ সময় বিএনপিও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
লিফলেট বিতরনকালে মনিরুল হক ফরাজী বলেন, দেশ থেকে লুটেরা, দুর্ণীতিবাজ উৎখাত হয়েছে। এখন দেশ গঠনের পালা। এ পর্বে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার লিফলেট বিতরণসহ প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনার কর্মসূচি চলছে। বিএনপি সবার পাশে থাকবে।