দৈনিক খুলনা
The news is by your side.

মোদির তৃতীয় মেয়াদে ভারতে বেড়েছে ঘৃণামূলক অপরাধ

লক্ষ্য মুসলিমরা

65

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের প্রথম বছরেই দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাভিত্তিক অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। দিল্লিভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ জুন ২০২৪ থেকে ৭ জুন ২০২৫ পর্যন্ত সময়ে মোট ৯৪৭টি বিদ্বেষ-সম্পর্কিত ঘটনা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে ৩৪৫টি ছিল প্রকাশ্য বিদ্বেষমূলক বক্তব্য, আর ৬০২টি সরাসরি ঘৃণাপ্রসূত অপরাধ। এসব ঘটনায় অন্তত ১৭৩ জন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং ২৫ জনের মৃত্যু হয়েছে—যারা সবাই মুসলিম।

প্রতিবেদন অনুযায়ী, বিদ্বেষমূলক বক্তব্যের মধ্যে ১৭৮টি এসেছে বিজেপি সংশ্লিষ্টদের কাছ থেকে। প্রধানমন্ত্রী মোদি নিজে ৫টি, মুখ্যমন্ত্রীরা ৬৩টি এবং অন্যান্য জনপ্রতিনিধিরা ৭১টি বক্তব্য দিয়েছেন। এমনকি দুজন বিচারক ও একজন গভর্নরও এ তালিকায় রয়েছেন।

বিজেপি শাসিত রাজ্য, বিশেষত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে এসব অপরাধের হার সবচেয়ে বেশি। গণেশ চতুর্থী, রাম নবমী ও হোলির মতো উৎসবকে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্র হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে।

এপিসিআর জানায়, এসব ঘটনার মাত্র ১৩ শতাংশে এফআইআর দায়ের হয়েছে, যা পুলিশের নিষ্ক্রিয়তার ইঙ্গিত দেয়। সংস্থাটির মতে, ভারতে হিন্দুত্ব এখন কেবল মতাদর্শ নয়, বরং একটি সহিংস শাসন কাঠামো।

 

Leave A Reply

Your email address will not be published.