উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের কবরস্থানের স্থান নির্ধারণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানেই সমাহিত করা হবে নিহতদের। পরবর্তীতে এ স্থানকে স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হলে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। তাদের মধ্যে একমাত্র পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই স্কুলের শিক্ষার্থী।
দুর্ঘটনার পরদিন মঙ্গলবার, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে, এমনকি বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও। নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “এই দুর্ঘটনায় আমরা সবাই বাকরুদ্ধ। নিহতদের পরিবারকে কি জবাব দেব?”