দৈনিক খুলনা
The news is by your side.

‘মঙ্গল’ নয়, এবার ‘আনন্দ শোভাযাত্রা’

132

বাংলা নববর্ষের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে বহুল পরিচিত এই আয়োজন এবার থেকে পরিচিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে।

শুক্রবার চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে নববর্ষ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে আসছে। শুরুতে এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরে নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এর নাম রাখা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ এবং শুভর আহ্বানে এই নামকরণ জনপ্রিয়তা পায়।

২০১৬ সালে ইউনেসকো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়। এটি শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার এক অনন্য সাংস্কৃতিক অভিব্যক্তি হিসেবে বিবেচিত।

নাম পরিবর্তনের বিষয়ে চারুকলা অনুষদের পক্ষ থেকে জানানো হয়, সময় ও প্রেক্ষাপট অনুযায়ী এই পরিবর্তন এসেছে। ‘আনন্দ’ শব্দটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সার্বজনীনতা আরও ভালোভাবে তুলে ধরে বলেই নতুন নামকরণ।

আগামী পয়লা বৈশাখে রমনা ও চারুকলার চত্বরে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে বের হবে। এতে অংশ নেবে হাজারো মানুষ, থাকবে মুখোশ, পটচিত্র আর লোকজ শিল্পের ঝলক। ঢাকাই নববর্ষের এই উৎসব নতুন নামে নতুন উদ্দীপনায় রঙ ছড়াবে রাজধানীর রাজপথে।

Leave A Reply

Your email address will not be published.