খুলনায় ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজুমার সোসাইটি( সিসিএস) এর পরিচিতি ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা কো-অর্ডিনেটর হাসান হিমালয়ের সভাপতিত্বে মহানগরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবীরা এতে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সিসিএসের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যপ্রণালী সম্পর্কে বলতে গিয়ে জেলা কো-অর্ডিনেটর হাসান হিমালয় বলেন, সিসিএস ১৮ কোটি ভোক্তার অধিকার নিয়ে কাজ করবে। খুলনায় সিসিএসকে সংগঠিত করে ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করে যাবে সিসিএস। তিনি আরো বলেন, খাদ্য ভেজাল প্রতিরোধে সচেতনতা, সভা, সেমিনার, মানববন্ধন সহ নানামুখী তৎপরতা অব্যাহত রাখবে সিসিএস।
মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত সেচ্ছাসেবীরা প্রত্যেকে নিজ নিজ মতামত তুলে ধরে খুলনায় সিসিএসকে এগিয়ে নেয়ার প্রত্যায় ব্যক্ত করেন।