দৈনিক খুলনা
The news is by your side.

ভারতের ১২ ড্রোন ধ্বংস, লাহোরে উত্তেজনা, প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী

15

পাকিস্তানে একাধিক স্থানে অনুপ্রবেশ করা ভারতের ১২টি হারপো ড্রোন ধ্বংস করেছে দেশটির সশস্ত্র বাহিনী। সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, “পাকিস্তানের ওপর ভারতের আরেকটি সরাসরি সামরিক আগ্রাসনের চেষ্টা আমরা রুখে দিয়েছি। একাধিক স্থানে ভারত হারপো ড্রোন পাঠিয়েছিল, যেগুলো আমাদের প্রস্তুত বাহিনী সফলভাবে ধ্বংস করেছে।”

এদিকে, লাহোরের ওয়ালটন রোড ও ডিএইচএ চৌকের কাছে গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। একজন ডন প্রতিবেদক জানিয়েছেন, সকালে একটি ড্রোন ওই এলাকায় নামার খবর পাওয়া গেছে।

তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে পাঞ্জাব প্রদেশজুড়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি হিসেবে সিভিল ডিফেন্স ও রেসকিউ ১১২২-এর মহড়া চালাচ্ছে প্রাদেশিক সরকার। মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নির্দেশে এসব মহড়া চালু হয়েছে।

রাওয়ালপিন্ডি, মুর্রি, জেলম, চকওয়াল, সারগোধা, নারোয়াল, গুজরানওয়ালা, শিয়ালকোট, সাইহাল, মুলতান, মুজাফফরগড়সহ বিভিন্ন জেলায় চলছে এই মহড়া।

এর আগে সংবাদ সম্মেলনে আইএসপিআর প্রধান নিশ্চিত করেন যে, একটি ভারতীয় ড্রোন লাহোরের কাছে ভূপাতিত হয়েছে।

তীব্র উত্তেজনার এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক দ্বন্দ্বের আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave A Reply

Your email address will not be published.